ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

সালমানের সেরা বন্ধুরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৩, আগস্ট ৮, ২০১৬
সালমানের সেরা বন্ধুরা

শাহরুখ খানের সঙ্গে সালমান খানের বন্ধুত্ব অনেক বছর ধরে বলিউডে অন্যতম আলোচিত বিষয়। শাহরুখ ছাড়া আর কারা ‘সুলতান’ তারকার বন্ধু? অবশেষে পরিষ্কার করে বন্ধু তালিকা দিলেন ৫০ বছর বয়সী এই অভিনেতা।

রোববার (৭ আগস্ট) মুম্বাইয়ে নিজের প্রযোজিত নতুন ছবি ‘ফ্রিকি আলি’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে সালমান বলেন, ‘বলিউডে সঞ্জয় দত্ত, শাহরুখ, আমির খান ও ক্যাটরিনা কাইফ আমার সেরা বন্ধু। ’

চমকপ্রদ ব্যাপার হলো- সেরা বন্ধু হিসেবে সল্লু যে চার তারকার কথা বললেন, তাদের প্রত্যেকের সঙ্গে সাম্প্রতিক সময়ে তার ঠান্ডা যুদ্ধ কিংবা দূরত্ব তৈরি হয়েছিলো। তবে বন্ধুত্বের কাছে সেগুলো পাত্তা পায়নি।

সালমানের ছোট ভাই সোহেল খান পরিচালিত ‘ফ্রিকি আলি’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। এতে তাকে দেখা যাবে গলফ খেলোয়াড় চরিত্রে। ছবিটি মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।