ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

মেহজাবিনকে নিয়ে তৌসিফের নৌকাভ্রমণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৫, আগস্ট ৫, ২০১৬
মেহজাবিনকে নিয়ে তৌসিফের নৌকাভ্রমণ

নৌকায় ঘুরতে ঘুরতে ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী মেহজাবিন তখন মাঝনদীতে। হঠাৎ নামলো ঝুম বৃষ্টি।

কি আর করা! দু’জনই ভিজলেন। ‘এপিটাফ’ টেলিছবির কাজ করতে গিয়ে এই অভিজ্ঞতা হলো তাদের।  

তৌসিফ বাংলানিউজকে জানালেন, পুরো ইউনিটও ভিজেছে সেদিন। কোনোরকমে ক্যামেরা ঢাকা হলো। পাড়ে নৌকা আনা হলো ঠিকই, ততোক্ষণে সবাই ভিজে একাকার। সেদিন আর শুটিং হলো না।

পরদিন নৌকায় ঘোরার দৃশ্যধারণে অংশ নিতে তৌসিফ ও মেহজাবিন আবার গিয়েছিলেন উত্তরখানের ময়নারটেকে। কিন্তু এবার মাথার ওপর এতোই কড়া রোদ ছিলো যে, বাধ্য হয়ে ছাতা হাতে নিয়েই দৃশ্যধারণ করতে হয়েছে।

মাসুদ আল হাসানের মূল গল্পে টেলিছবিটির চিত্রনাট্য লিখেছেন লিওনেল মোর্শেদ রাকিন। ‘এপিটাফ’ পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে।

গল্পে তৌসিফ মফস্বলের সহজ-সরল ছেলে। সে নিজের জীবনের প্রতিটি মুহূর্ত লিখে রাখে একটি ডায়েরিতে। সবসময় সেটি সঙ্গে রাখে সে। কলেজে তার পরিচয় হয় মেহজাবিনের সঙ্গে। অতঃপর তা গড়ায় প্রেমে। দু’জনই উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করে উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসে।

মেহজাবিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আর তৌসিফ ভর্তি হয় সরকারি বিশ্ববিদ্যালয়ে। একসময় ইরফান সাজ্জাদের সঙ্গে মেহজাবিন নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে। তৌসিফ এই ব্যাপারটি জানলে গল্প মোড় নেয় অন্যদিকে।
শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘এপিটাফ’।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।