ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

নতুন বিজ্ঞাপনে রিয়াজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, আগস্ট ৪, ২০১৬
নতুন বিজ্ঞাপনে রিয়াজ রিয়াজ, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চিত্রনায়ক রিয়াজ এখন টিভি নাটকে নিয়মিত কাজ করছেন। এর মধ্যে দীর্ঘদিন পর নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন তিনি।

এবার তাকে দেখা যাবে ক্রোজা ইলেক্ট্রনিক্সের বিজ্ঞাপনে।  

গত ২৭ জুলাই ঢাকার সাতারকুলের একটি বাংলো বাড়িতে এর চিত্রায়ন হয়। এতে রিয়াজের সহশিল্পী হিসেবে আছেন মডেল-অভিনেত্রী তানিয়া বৃষ্টি, শিশুশিল্পী আবহা, ফখরুল বাশার ও লিলি বাশার।  

রিয়াজ বলেন, ‘এ প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এবারই প্রথম বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করলাম। সুন্দর একটি গল্প নিয়ে সাজানো এর নির্মাণশৈলী থেকে শুরু করে সবই ভালোলাগার মতো। ’

নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডহোমের ব্যানারে বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন রিমন মেহেদী। তিনি জানান, এটি আগস্টের মাঝামাঝি থেকে সবকটি চ্যানেলে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।