ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

আধুনিক গানের শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, আগস্ট ৪, ২০১৬
আধুনিক গানের শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত (বাঁ থেকে) সামিনা চৌধুরী, রুমানা ইসলাম ও সুমনা হক

দেশের বরেণ্য ও জনপ্রিয় পাঁচ শিল্পী রবীন্দ্রসংগীত গাইলেন। তারা হলেন সৈয়দ আব্দুল হাদী, রফিকুল আলম, সামিনা চৌধুরী, রুমানা ইসলাম ও সুমনা হক।

 বাইশে শ্রাবণে কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে নির্মিত ‘ভালো যদি বাসো সখী’ নামের একটি অনুষ্ঠানে এই পরিবেশনা উপভোগ করা যাবে।  

অনুষ্ঠানে হাদীর কণ্ঠে ‘যখন ভাঙলো মিলনমেলা’, রফিকুল আলমের গলায় ‘বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর’, সামিনার কণ্ঠে ‘এসো শ্যামল সুন্দর’, রুমানার গলায় ‘আমি তোমার প্রেমে হবো সবার কলঙ্কভাগী’ ও সুমনার গলায় দর্শক-শ্রোতারা শুনবেন ‘মধুর তোমার শেষ যে না পাই’।
বুধবার (৩ আগস্ট) রাতে বিটিভির স্টুডিওতে অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়। এর সঞ্চালক ছিলেন কবির বকুল। তিনি জানান, অনুষ্ঠানে কণ্ঠশিল্পী নার্গিস রহমানও একটি রবীন্দ্রসংগীত গেয়ে শুনিয়েছেন। আগামী ৬ আগস্ট রাতে বিটিভিতে প্রচার হবে ‘ভালো যদি বাসো সখী’।  প্রযোজনায় সৈয়দ জামান।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।