ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

এফডিসিতে প্রবেশে কড়াকড়ি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১২, জুলাই ২১, ২০১৬
এফডিসিতে প্রবেশে কড়াকড়ি এফডিসির প্রধান ফটক

চলচ্চিত্রশিল্পীদের প্রাণকেন্দ্র এফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা) প্রবেশে কড়াকড়ি ব্যাবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রধান ফটকে দর্শনার্থীদের শরীর তল্লাশির জন্য রাখা হয়েছে ডিজিটাল বডি স্ক্যানার।

আর বিশেষ দিনে আগতদের নাম ও ফোন নম্বরও লিপিবদ্ধ করা হচ্ছে।  
 

এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া জানান, প্রতিদিন শতশত মানুষ এখানে আসেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  

এদিকে গত জুন থেকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এফডিসি। ভেতরে-বাহিরে সরকারিভাবে ৩৫টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

এফডিসি সূত্র জানায়, সব মিলিয়ে ৩৫টি সিসি ক্যামেরার আওতায় আছে এফডিসি। সিসি ক্যামেরাগুলো উন্নতমানের। ঝড়-বৃষ্টিতেও এগুলো সক্রিয় থাকছে। এবার প্রধান ফটকে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সব মিলিয়ে এফডিসি সবার জন্য নির্বিঘ্ন হবে- এমনটাই প্রত্যাশা সবার।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।