ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

সিদ্ধার্থের সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, জুলাই ২১, ২০১৬
সিদ্ধার্থের সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন আলিয়া সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট

দীর্ঘদিন ধরে সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিলো। আবার নিজেদের আবেগ কখনও লুকিয়ে রাখতে পারতেন না এই জুটি।

তবে এ নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলেননি তারা।

মুম্বাই মিররে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, আলিয়া তার এক বন্ধুর সঙ্গে সিদ্ধার্থকে ‘বয়ফ্রেন্ড’ বলে পরিচয় করিয়ে দিয়েছেন। মিডিয়ার চোখ ফাঁকি দিয়ে কিছুদিন আগে লন্ডনে অবকাশযাপন করতে গিয়েছিলেন এই প্রেমিক-প্রেমিকা।

এ ছাড়া ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেছেন তার মা আলিয়াকে খুব পছন্দ করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘মা ওর সরলতা ও অভিনয় অনেক পছন্দ করেন। তিনি সবসময় বলেন ও ভালো একজন অভিনেত্রী। ’

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ও ‘হাসি তো ফাসি’ ছবির বিশেষ প্রদর্শনীর সময় সিদ্ধার্তের মায়ের আলিয়ার দেখা হয়েছিলো।       

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।