ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

টিভিতে গাইতে আসছেন শুভমিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩২, জুলাই ৭, ২০১৬
টিভিতে গাইতে আসছেন শুভমিতা শুভমিতা ব্যানার্জি

অনেকদিন পর ঢাকায় আসছেন ওপার বাংলার কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জি। ঈদের দিন ঢাকায় পা রাখবেন তিনি।

তার এবারের আসা দেশ টিভির আমন্ত্রণে। চ্যানেলটির ঈদ আয়োজনে গান গেয়ে শোনাবেন পশ্চিমবঙ্গের মালদার এই গায়িকা।

দেশ টিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদ উপলক্ষে সাতদিন রাত ১০টায় থাকছে তাদের বিশেষ আয়োজন ‘মিউজিক ক্যাফে’। স্টুডিও থেকে সবই সম্প্রচার করা হবে সরাসরি। ঈদের দিন থাকছে শুভমিতার পরিবেশনা। এর আগেও এই চ্যানেলের জন্য গেয়েছিলেন তিনি।

‘মিউজিক ক্যাফে’র জন্য কলকাতা থেকে আরও আসছেন তুলিকা ও গঙ্গাধর (তৃতীয় দিন) এবং দুর্নিবার (ঈদের পঞ্চম দিন)। একই আয়োজনে এ ছাড়া থাকছে মাকসুদ ও ঢাকা (ঈদের পরদিন), কনকচাঁপা (চতুর্থ দিন), এলআরবি (ষষ্ঠ দিন) এবং শিরোনামহীনের (সপ্তম দিন) পরিবেশনা।

সম্প্রতি ঢাকা থেকে শুভমিতার বেশ কয়েকটি নতুন গান বেরিয়েছে। এর মধ্যে কুমার বিশ্বজিতের ‘সারাংশে তুমি’ অ্যালবামে তাদের দ্বৈত গান ‘সুযোগ পেলে’ জনপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া ঈদ উপলক্ষে জিপি মিউজিকে ‘মন দরিয়া’ অ্যালবামে এসেছে অদিতের সুর-সংগীতে শুভমিতার গাওয়া গান ‘তুমিময়’।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।