ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

শেষ হলো ‘পেয়ারার সুবাস’-এর প্রথম ধাপ

স্বপন চন্দ্র দাস, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, জুন ১৭, ২০১৬
শেষ হলো ‘পেয়ারার সুবাস’-এর প্রথম ধাপ জয়া আহসান

সিরাজগঞ্জ : আষাঢ়ের প্রথম দিন। বুধবার (১৫ জুন) ঘড়ির কাঁটায় রাত তখন প্রায় সাড়ে ১২টা।

আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির দেখা নেই। অথচ সিরাজগঞ্জ শহরের মোক্তারপাড়া মহল্লার একটি পুরনো বাড়িতে এসে দেখা গেলো এখানে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে!

কৌতূহল নিয়ে এগোতেই চোখে পড়লো বাড়ির মূল ফটকে ভাঁজ করে পরা লুঙ্গি ও হাফ শার্ট গায়ে দাঁড়িয়ে আছেন অভিনেতা তারিক আনাম খান। তার মাথার ওপর ছাতা। বাড়ির উঠানে যেন বর্ষার পানি জমেছে। হনহন করে বাড়ির ভেতরে ঢুকেই রাগে হাঁসফাস করতে করতে ছাতা ফেলে দিলেন তিনি। পরিচালক নূরুল আলম আতিকের মুখ থেকে তখন বেরিয়ে এলো 'কাট। ' ক্যামেরা ক্লোজ হলো, কৃত্রিম বৃষ্টিও বন্ধ হলো। রূপসজ্জাকর, চিত্রগ্রাহকসহ অনেককেই ঘোরাফেরা করতে দেখা গেলো উঠানে দাঁড়িয়ে।  

বাড়ির ভেতরে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ছোট্ট একটি ঘরে চেয়ার পেতে বসে আছেন। তার ছবি তোলা নিষেধ। এই লুক ধুমধাম আয়োজনে উন্মোচন করার পরিকল্পনা আছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের। এখানে চলছে 'পেয়ারার সুবাস' ছবির প্রথম ধাপের দৃশ্যায়ন।  

কথা হলো সহকারী পরিচালক মোক্তারপাড়ার বাসিন্দা মীর সামীর সঙ্গে। তিনি জানালেন, পেয়ারার ভূমিকায় আছেন জয়া। আরও আছেন আহমেদ রুবেল, দিহান ও সুষমা সরকার। গত ১০ জুন থেকে সিরাজগঞ্জের মোক্তারপাড়ার একটি বাড়িতে এর প্রথম পর্বের চিত্রায়ন শুরু হয়। টানা সাতদিন পর ১৬ জুন ইউনিট ঢাকায় ফিরে গেছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।