ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

সরি বললেন রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, জুন ১৭, ২০১৬
সরি বললেন রণবীর রণবীর কাপুর

বলিউডের দুই অভিনেতা বাপ-বেটা ঋষি কাপুর ও রণবীর কাপুর নিজ নিজ বাড়িতে বড়সড় সংস্কার করাচ্ছেন। ঋষি পালি হিলে তার বাংলোবাড়ি ‘কৃষ্ণা রাজ’কে বহুতল ভবনে রূপ দিচ্ছেন।

এর কাছেই বাস্তু ভবনে ২৫ কোটি রুপির বিনিময়ে আড়াই হাজার স্কয়ার ফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন রণবীর।

জানা গেছে, বাপ-বেটা উভয়ে পালি হিল বাসিন্দাদের সমিতির রোষানলে পড়েছেন। তাদের বাড়ির সংস্করণ কাজ প্রতিবেশীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে ঋষি যথাযথ নিয়ম মেনে চলার সম্মতি জানিয়েছেন।

কিন্তু রণবীরের তরফ থেকে কিছু শুনছিলো না প্রতিবেশীরা। এ কারণে নিকটস্থ থানায় গিয়ে তারা অভিযোগ করেছেন, গভীর রাত অবধি ‘বরফি’র নায়কের বাড়ির সংস্কার কাজের শব্দদূষণ তাদের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে। তাই ৩৩ বছর বয়সী এই অভিনেতা ক্ষমা চেয়েছেন।  

এরই মধ্যে সমিতির কাছে একটি চিঠিও পাঠিয়েছেন রণবীর। শ্রমিকরা যে এতো রাতেও খাটছেন তা তিনি জানতেন না। ‘রকস্টার’ তারকা নিশ্চিত করেছেন, এখন থেকে আর সন্ধ্যা সাড়ে সাতটার পর কাজ হবে না।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।