ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

যোদ্ধা শাহরুখ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, জুন ১৬, ২০১৬
যোদ্ধা শাহরুখ!

প্রেমিক, ভক্ত, খলনায়ক, রোবট, বাদশাহ, ডন কতো শত চরিত্র নিয়ে রূপালি পর্দার সামনে হাজির হয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। এবার শোনা যাচ্ছে, যোদ্ধার চরিত্রে অভিনয় করবেন তিনি।

এটি পরিচালনা করবেন আদিত্য চোপড়া।

এখানেই শেষ নয়, ‘দিলওয়ালে’ ও ‘ফ্যান’ ছবির কাজ চলাকালীন না-কি এ ছবিটি নিয়ে ৫০ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে আলোচনা করেছেন আদিত্য। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকে এর দৃশ্যধারণের কাজ শুরু হবে।

এর আগে আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘মোহাব্বাতে’ ও ‘রব নে বানাদি জোড়ি’ ছবিতে অভিনয় করেছেন কিং খান।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।