ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

কাল্পনিক চরিত্রে তারা দু’জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, জুন ১৬, ২০১৬
কাল্পনিক চরিত্রে তারা দু’জন

একজন চলচ্চিত্র নির্মাতার চোখ সবসময় খুঁজে ফেরে মনের মতো কোনো চরিত্র। জল্পনা-কল্পনার সেই চরিত্রকেই বাস্তবে ফুটিয়ে তুলতে চায় সে।

এমনই একজন চলচ্চিত্র নির্মাতার কাহিনি নিয়ে তৈরি হয়েছে  ঈদের নাটক ‘সিনেমা-সূত্র’।

নাটকটিতে চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। আর তার কল্পনার চরিত্রে থাকছেন নুসরাত ইমরোজ তিশা ও আফরান নিশো। নাটকটির নির্মাতা গোলাম সোহরাব দোদুল ‘নাটকে তিশা ও নিশোকে ছয় রকম চরিত্র ও সাজে দেখতে পাবেন দর্শক। তারা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে পর্দায় হাজির হবেন। ’

নাটক প্রসঙ্গে দোদুল আরও বলেন, ‘বিভিন্ন নাটকে আমরা কাল্পনিক চরিত্রকে বাস্তবে উপস্থাপন করি। কিন্তু আমি চেষ্টা করেছি, এই নাটকটিতে একজন নির্মাতার চোখে তার কাল্পনিক চরিত্র নিয়ে সে যেভাবে চিন্তা করে সেই বিষয়টি ফুটিয়ে তুলতে। ’

নাটকের দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে। গাজীপুর ও উত্তরায় চলবে শুটিং। এতে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
জেএম/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।