ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

বছরের শেষপ্রান্তে সালমানের বিয়ে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, মে ৭, ২০১৬
বছরের শেষপ্রান্তে সালমানের বিয়ে!

আপনি কবে বিয়ে করবেন? এমন প্রশ্ন সবসময় এড়িয়ে চলেন বলিউড সুপারস্টার সালমান খান। অথচ গত ডিসেম্বরেই পঞ্চাশের ঘর পেরিয়েছেন তিনি।

তবে শোনা যাচ্ছে, চলতি বছরের শেষেই ব্যাচেলর তকমাকে বিদায় জানাবেন সল্লু। কথিত প্রেমিকা ইউলিয়া ভানটুরকেই সম্ভবত বিয়ে করতে যাচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চলতি বছরের শেষ প্রান্তে গিয়ে বিয়ের বন্ধনে জড়াবেন সালমান। রোমানিয়ান সুন্দরী ইউলিয়াই হতে যাচ্ছেন তার জীবনসঙ্গীনি। তবে প্রেমিকাকে খুশি করার জন্য নয়, মায়ের ইচ্ছাপূরণ করতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ‘বজরঙ্গি ভাইজান’।

বেশ কিছুদিন ধরেই সালমান ও ইউলিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। অনেক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাদেরকে। কিন্তু ইউলিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে কখনও মুখ খোলেননি সালমান বা তার পরিবারের কেউ।     

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ০৭ মে, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।