ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

মেহেদি ও রান্না নিয়ে শ্রাবণ্য

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, মে ৬, ২০১৬
মেহেদি ও রান্না নিয়ে শ্রাবণ্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নতুন দুটি অনুষ্ঠান উপস্থাপনার কাজে হাত দিয়েছেন শ্রাবণ্য তৌহিদা। এর মধ্যে একটি রিয়েলিটি শো, অন্যটি রান্নার অনুষ্ঠান।

এর আগে ক্রিকেট ও সংগীত বিষয়ক আয়োজনে এ কাজ করলেও মেহেদি ও রান্নার আয়োজন নিয়ে তার অভিজ্ঞতা হচ্ছে নতুন।

রিয়েলিটি শো ‘মমতাজ মেহেদী রঙে রাঙাতে’র চতুর্থ আসরের পুরোটাই উপস্থাপনা করার দায়িত্ব পেয়েছেন শ্রাবণ্য। শুক্রবার (৬ মে) খুলনার অডিশন রাউন্ড শুরু হয়েছে। এনটিভিতে প্রথম রমজান থেকে সপ্তাহে দু’দিন প্রচার হবে এটি। খুলনার পর রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা হবে মেহেদি প্রতিযোগিতার অডিশন। প্রযোজনা করছেন মোঃ নুরুজ্জামান।

মেহেদি প্রতিযোগিতার আয়োজন নিয়ে শ্রাবণ্য বাংলানিউজকে বললেন, ‘আমরা মেয়েরা প্রায় সবাই কমবেশি মেহেদি দেই। কিন্তু এখানে প্রতিযোগিতার বেলায় দেখছি সবাই প্রস্তুতি নিয়ে এসেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, ছেলেরাও এসেছে। বিচারকের দায়িত্ব পালন করছেন শামীমা তুষ্টি ও তমা মির্জা। ’

এদিকে চ্যানেল আইসহ ছয়-সাতটি চ্যানেলে প্রচার হবে শ্রাবণ্যর উপস্থাপনায় রান্নার অনুষ্ঠান ‘প্রাণ প্রিমিয়ার ঘি স্টার কুক’। প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত এতে দেখা যাবে তাকে। তিনি বললেন, ‘প্রতি পর্বে একজন করে তারকা কেকা ফেরদৌসীর রেসিপি থেকে রান্না করবেন। তাকে সহযোগিতা করবো আমি। ’

এদিকে শ্রাবণ্যর উপস্থাপনায় এখন একুশে টিভিতে চলছে ‌'গল্প স্বল্প গান'।  স্টুডিও থেকে এটি সম্প্রচার করা হয় সরাসরি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।