ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

শ্বশুরের স্মৃতিতে সুইজারল্যান্ডে রানী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, মে ৬, ২০১৬
শ্বশুরের স্মৃতিতে সুইজারল্যান্ডে রানী

কন্যাসন্তান আদিরার জন্মের পর প্রথমবার জনসম্মুখে এলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। শাশুড়ি পামেলা চোপড়ার সঙ্গে সুইজারল্যান্ডে দেখা গেছে তাকে।

সেখানে শ্বশুর প্রয়াত কিংবদন্তি নির্মাতা যশ চোপড়ার স্মরণে ব্রোঞ্জের ভাস্কর্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন তারা। এর ওজন ৩৫০ কিলো।

সুইজারল্যান্ডে রানীকে দেখে বোঝা যাচ্ছে, তার ওজন বেড়েছে। ক্রিম রঙের ওভারকোটে দারুণ লেগেছে তাকে। তার মুখের সঙ্গে নতুন হেয়ারস্টাইল মানিয়েছে।  

সুইজারল্যান্ড ছিলো যশ চোপড়ার প্রিয় জায়গা। এখানে নিজের বেশকিছু ছবির দৃশ্যধারণ করেছিলেন তিনি। তাই সুইস সরকার ইন্টারলেকেন শহরে ভারতীয় এই চলচ্চিত্রকারের ভাস্কর্যটি তৈরি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘সুইজারল্যান্ডে দক্ষিণ এশীয় পর্যটক বৃদ্ধিতে যশ চোপড়ার ভূমিকা ছিলো অপরিসীম। এখানে সময় কাটাতে ভালো লাগতো তার। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য ও অতিথিপরায়নতা সুইজারল্যান্ডে বারবার নিয়ে এসেছে যশরাজ ফিল্মসকে। ’

এবারই প্রথম নয়, ২০১১ সালে ইন্টারলেকেন শুভেচ্ছাদূত উপাধি দিয়ে সম্মাননা জানানো হয় যশ চোপড়াকে। এ ছাড়া জুংফ্রাউ রেলওয়ের একটি ট্রেনের নামকরণ হয়েছে তার নামে। আর পাঁচ তারকা মানের ভিক্টোরিয়া জুংফ্রাউ গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা’র একটি স্যুটের নাম যশ চোপড়া।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ০৬ মে, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।