ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

ঢাকায় বিশাল-শেখর-শ্রুতি, গাইবেন সন্ধ্যায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, মে ৫, ২০১৬
ঢাকায় বিশাল-শেখর-শ্রুতি, গাইবেন সন্ধ্যায় বিশাল দাদলানি, শ্রুতি পাঠক ও শেখর রাভজিয়ানি

ঢাকায় এসেছেন ভারতীয় সংগীতশিল্পী বিশাল দাদলানি, শেখর রাভজিয়ানি ও শ্রুতি পাঠক। বৃহস্পতিবার (৫ মে) বেলা  ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তারা।

সন্ধ্যা সাতটায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে একটি কনসার্টে অংশ নেবেন সংগীতের জনপ্রিয় এই শিল্পীরা।

বিশাল, শেখর ও শ্রুতির পরিবেশনার আগে গান শোনাবেন লুইপা ও হাসান মাহমুদ । ‘বিশাল অ্যান্ড শেখর লাইভ ইন ঢাকা ফিচারিং শ্রুতি পাঠক’ কনসার্টের  আয়োজক টাইম স্কয়ার ও ইভেন্টস ৩৬০ ডিগ্রি।

বিশাল ও শেখর জুটি বলিউডের অসংখ্য ব্যবসাসফল ছবির গায়ক ও পরিচালক। তাদের অধিকাংশ গানই এ দেশের তরুণদের পছন্দের শীর্ষে। পাশাপাশি শ্রুতির গানের ভক্তের সংখ্যাও কম নয়।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মে ০৫, ২০১৬
টিএস/জেএম/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।