ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

নাটক করছেন শিপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, মে ৫, ২০১৬
নাটক করছেন শিপন (বাঁ থেকে) পিয়া বিপাশা ও সামিয়া অথৈর সঙ্গে শিপন

অভিষেক ছবি ‘দেশা-দ্য লিডার’-এর মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এতে তার নায়িকা ছিলেন মাহিয়া মাহি।

দ্বিতীয় ছবি ‘বিগ ব্রাদার’-এও পেলেন মাহিকে। নানা কারণে আলোচিত হয়েছে ছবি দুটি। চিত্রনায়ক শিপন মিত্র এখন অভিনয় করছেন নাটকে, প্রথমবারের মতো।

বৃহস্পতিবার (৫ মে) বাংলানিউজের সঙ্গে আলাপে শিপন জানান, ঈদের নাটক বলেই অভিনয়ে রাজি হয়েছেন তিনি। রোমান্টিক গল্পের নাটকটিতে শিপনের বিপরীতে আছেন পিয়া বিপাশা ও সামিয়া অথৈ।

শিপন আরও জানান, ‘ভালোবাসার শেষপ্রান্তে’ শিরোনামের নাটকটি দৃশ্যধারণ চলছে প্রিয়াংকা শুটিং হাউসে। এর পরিচালক অভিজিৎ অভি। আগামী ঈদুল ফিতরে প্রচার হতে পারে এনটিভিতে।

নাটকে অভিনয় প্রসঙ্গে শিপন বলেন, ‘নিয়মিত নাটক করার ইচ্ছে নেই। তবে ভালো গল্প ও চরিত্র পেলে নাটক কিংবা টেলিছবিতে কাজ করবো। বিশেষ করে বিশেষ দিবসের কিছু কাজ করতে আমার আপত্তি নেই। ’

অন্যদিকে শিপন এখন ব্যস্ত আছেন দুটি ছবির কাজ নিয়ে। এর মধ্যে ‘জান রে’ ছবির শুটিং চলছে। রমজানে শুরু করবেন ‘চল পালাই’ ছবির দৃশ্যধারণ। আর ছটকু আহমেদ পরিচালিত ‘দলিল’ ছবির কাজ শুরু করতে বিলম্ব হবে বলে জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার আবিস্কার এই নায়ক।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মে ০৫, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।