ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

কথিত প্রেমিকের সঙ্গে ব্যাংককে কারিশমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, এপ্রিল ২৮, ২০১৬
কথিত প্রেমিকের সঙ্গে ব্যাংককে কারিশমা কারিশমা কাপুর

বিবাহবিচ্ছেদ নিয়ে কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে আছেন কারিশমা কাপুর। এরই ধারাবাহিকতায় আবারও শিরোনামে তিনি।

তবে এবার কারণটা একটু ভিন্ন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো তার পিছু ছাড়ছেই না!

অনেকদিন ধরেই গুঞ্জণ, বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে প্রেম চলছে সন্দীপ তোশনিওয়াল নামের একজনের। এই জুটি না-কি অবকাশ যাপনের জন্য গিয়েছিলেন থাইল্যান্ডের ব্যাংকক! ৪১ বছর বয়সী এই অভিনেত্রী একা নন, সঙ্গে ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান।

জানা গেছে, প্রেমিক সন্দীপের ৩৭তম জন্মদিন পালনের জন্যই নাকি ব্যাংকক গিয়েছিলেন কারিশমা। লোকচক্ষু এড়াতে বিমানবন্দরে প্রথমে কারিনা ও কারিশমা বিমানে ওঠেন। এরপর আলাদাভাবে যান সাইফ। তৃতীয় একটি গাড়িতে বাইরে অপেক্ষা করছিলেন সন্দীপ। সবাই যাওয়ার পর নজরদারি এড়িয়ে কোনও এক ফাঁকে তিনিও উঠে পড়েন বিমানে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।