ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

পাহাড়ি পথে পড়ে আহত সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, এপ্রিল ২৫, ২০১৬
পাহাড়ি পথে পড়ে আহত সোনম সোনম কাপুর

পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে অস্ট্রিয়ায় বেড়াতে গিয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। দুঃসংবাদ হলো, পাহাড়ে ওঠার সময় আহত হয়েছেন তিনি।

শোনা যাচ্ছে, পাহাড়ি পথে উঠতে গিয়ে পড়ে তার পায়ের পাতা মচকে গেছে। হাতেও ব্যথা পেয়েছেন তিনি।  

জানা গেছে, পাহাড়ে ডেটক্স স্পা করানোর সময় দুর্ঘটনার শিকার হন সোনম। অনেকক্ষণ হাঁটা আর পাহাড়ি পথ বেয়ে ওঠা এই স্পার অংশ। থেরাপিস্টদের পরামর্শে সেটাই করছিলেন ৩০ বছর বয়সী এই তারকা। দুর্ঘটনার সময় একাই পাহাড়ে উঠছিলেন তিনি। আহত হওয়ায় তাকে তড়িঘড়ি ক্লিনিকে নেওয়া হয়।  

চিকিৎসকরা সোনমকে কয়েকদিন বিশ্রাম নিতে বলেছেন। ঘুরতে গিয়ে এই নির্দেশ পেয়ে মনটা খারাপ হয়ে গেছে তার। সর্বশেষ ‘নির্জা’ ছবিতে দেখা গেছে তাকে। এরপর আর কোনো নতুন কাজ হাতে নেননি বলিউড অভিনেতা অনিল কাপুর-কন্যা।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।