ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

শাকিবের বন্ধু মাজনুন মিজান!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩, এপ্রিল ২৫, ২০১৬
শাকিবের বন্ধু মাজনুন মিজান! মাজনুন মিজান

সিরিয়াস কিংবা হাস্যরসাত্মক- দুই ধরনের চরিত্রেই সুনাম কুড়িয়েছেন অভিনেতা মাজনুন মিজান। ছোট পর্দার জনপ্রিয় এই শিল্পীকে রূপালি পর্দায়ও পাওয়া গেছে একাধিকবার।

এবার মসলাদার ছবিতে তিনি আসছেন জনপ্রিয় নায়ক শাকিব খানের বন্ধু হয়ে।  

‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘আমার আছে জল, ‘মাধো’, ‘ভুবন মাঝি’র পর নতুন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন মাজনুন মিজান। এর নাম ‘বসগিরি’। আগামী ৫ মে থেকে ছবিটির দৃশ্যধারণে অংশ নেবেন তিনি।

সোমবার (২৫ এপ্রিল) সকালে বাংলানিউজের সঙ্গে আলাপে মাজনুন মিজান বলেন, ‘চরিত্রটি নিয়ে বেশি কিছু বলা বারণ। এতোটুকুই বলি যে, ছবিতে শাকিব খান আর আমি বন্ধু। আরেকটা হিরোর চরিত্রও বলা যায় এটাকে। রোমান্টিক ও কমেডিতে ভরপুর চরিত্রটি। ’

শামীম আহমেদ রনির পরিচালনায় ‘বসগিরি’তে শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।  এটি প্রযোজনা করছেন টপি খান।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।