ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

সাঈদ আহমদ স্মরণে ‘শেষ নবাব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, এপ্রিল ২৪, ২০১৬
সাঈদ আহমদ স্মরণে ‘শেষ নবাব’ সাঈদ আহমদ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যকার প্রয়াত সাঈদ আহমদ স্মরণে আয়োজন করা হয়েছে নাট্য প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মঞ্চে সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় হবে মঞ্চায়ন হবে সাঈদ আহমদ রচয়িত নাটক ‘শেষ নবাব’।

চারুনীড়ম থিয়েটারের প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত।

সাঈদ আহমদ ফাউন্ডশেন ফর কালচার অ্যান্ড আর্টসের (সাফকা) এই আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সাফকার সহ-সভাপতি পারভীন আহমদ জানান, প্রর্দশনীর উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা ও নাট্য নির্দেশক মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং অভিনেতা ও নাট্যজন আলী যাকের।  

নানামুখী প্রতিভার অধিকারী হলেও সাঈদ আহমদ মূলত নাট্যকার হিসেবেই খ্যাতিমান ছিলেন দেশে-বিদেশে। ষাটের দশকে ইউরোপীয় ধারার ‘অ্যাবসার্ড’ নাট্যরচনার মাধ্যমে দেশীয় নাট্যচর্চায় আধুনিকতার সংযোজন করেছিলেন তিনি।  

১৯৭৪ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৯৩ সালে ফ্রান্সের সম্মানজনক ‘অফিসিয়ার ডেস আর্টস ডেস লেটারার্স’ পুরস্কারসহ অনেক গুরুত্বপূর্ণ পদক এবং পুরস্কারে ভূষিত হয়েছিলেন সাঈদ আহমদ। ২০১০ সালের ২১ জানুয়ারি তার জীবনাবসান হয়। নাট্যকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে তাকে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।