ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

বাপ্পি-দীপালির রসায়ন (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১২, এপ্রিল ২২, ২০১৬
বাপ্পি-দীপালির রসায়ন (ভিডিও)

‘তোর চোখে পড়লে চোখ/জানি না কী যে হয়/এলোমেলো এই আমি/তোলপাড় এ হৃদয়…’-এমন কথার গানে ঠোঁট মিলিয়েছেন বাপ্পি ও দীপালি। ‘বাজে ছেলে- দ্য লোফার’ ছবির এ গানের ভিডিও বৃহস্পতিবার (২১ এপ্রিল) এসেছে ইউটিউবে।

গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর ও সংগীত পরিচালনায় আহমেদ হুমায়ূন। গেয়েছেন এসডি সাগর ও পাপড়ি।  

মনিরুল ইসলাম সোহেল ও রহিম বাবু পরিচালিত ‘বাজে ছেলে’ মুক্তি পাচ্ছে আগামী ২৯ এপ্রিল। এতে আরও অভিনয় করেছেন বিপাশা কবির, আরশি খান, পত্রালি (ভারত), কাজী হায়াৎ, মিশা সওদাগর, শিবা শানু প্রমুখ।  
 
দীপালি এর আগে ‘পায়রা’ ও ‘ব্ল্যাকমেইল’ ছবিতে অভিনয় করলেও প্রথমটি এখনও মুক্তি পায়নি। ‘বাজে ছেলে- দ্য লোফার’ হতে যাচ্ছে তার দ্বিতীয় ছবি।  

* ‘তোর চোখে পড়লে চোখ’ গানের ভিডিও : 

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।