ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

৫ মে ঢাকায় বিশাল-শেখর ও শ্রুতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, এপ্রিল ২১, ২০১৬
৫ মে ঢাকায় বিশাল-শেখর ও শ্রুতি

বলিউডের অসংখ্য জনপ্রিয় গানের কারিগর বিশাল-শেখর জুটি। তারা প্রথমবারের মতো ঢাকায় আসছেন।

সংগীতের ওই আসরে ভারত থেকে তাদের সঙ্গী হবেন গায়িকা শ্রুতি পাঠক।

‘বিশাল অ্যান্ড শেখর লাইভ ইন ঢাকা ফিচারিং শ্রুতি পাঠক’ কনসার্টের আয়োজন করেছে টাইম স্কয়ার ও ইভেন্টস ৩৬০ ডিগ্রি। আয়োজকরা জানান, আগামী ৫ মে সন্ধ্যায় আন্তর্জাতিক কনভেশন সেন্টার বসুন্ধরার ৪ নম্বর হলে গান শোনাবেন তারা।  

এরই মধ্যে শিল্পীদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে আয়োজকদের। এ ছাড়া ভিডিও বার্তায় ঢাকায় আসার বিষয়টি চূড়ান্ত করেছেন বিশাল ও শেখর।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।