ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

আমিরকে ধন্যবাদ দিলেন দিলীপ কুমার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, এপ্রিল ২১, ২০১৬
আমিরকে ধন্যবাদ দিলেন দিলীপ কুমার

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে দেখে এলেন সুপারস্টার আমির খান। বুধবার (২০ এপ্রিল) ৫১ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে তোলা একটি স্থিরচিত্র টুইটারে শেয়ার করেছেন দিলীপ।

ক্যাপশনে ৯৩ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘আল্লাহর আশীর্বাদ ও ভক্তদের প্রার্থনায় এখন অনেক ভালো আছি। আমাকে দেখতে আসার জন্য আমিরকে ধন্যবাদ। ’

হাসপাতালে সার্বক্ষণিকভাবে পাশে থাকা স্ত্রী সায়রা বানুর তোলা একটি ছবি গতকাল টুইটারে পোস্ট করেছেন দিলীপ কুমার। তিনি লিখেছেন, ‘সায়রা কিছুক্ষণ আগে এ ছবিটা তুলেছে। ও (সায়রা বানু) বললো, আমার মা (ছবির ভেতর থাকা ফ্রেমে) সবসময় আমার খেয়াল রাখছেন। ’

তীব্র জ্বর, বুকে ব্যথা ও নিউমোনিয়ার সমস্যার কারণে গত ১৫ এপ্রিল রাতে হাসপাতালে ভর্তি হন দিলীপ কুমার। তার অবস্থা এখন স্থিতিশীল। খেতে পারছেন স্বাভাবিকভাবে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। ড. জলিল পার্কার বলেছেন, ‘তিনি এখন অনেকটাই সুস্থ। ’

দিলীপ কুমারের আসল নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি।   ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী ছবিতে দেখা গেছে তাকে।

দিলীপ কুমারকে বলা হয় বলিউডের ট্র্যাজেডি কিং। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি ছবি। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি। ১৯৯৪ সালে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড ও ২০১৫ সালে পদ্মবিভূষণ পুরস্কার পান তিনি।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।