ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

ক্যাটরিনা ও শ্রদ্ধার সঙ্গে সাক্ষাতের সুযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, এপ্রিল ২১, ২০১৬
ক্যাটরিনা ও শ্রদ্ধার সঙ্গে সাক্ষাতের সুযোগ ক্যাটরিনা কাইফ ও শ্রদ্ধা কাপুর

বলিউডের দুই অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও শ্রদ্ধা কাপুর রূপালি পর্দার পাশাপাশি বিজ্ঞাপনী দুনিয়ায়ও জনপ্রিয়। দু’জনই ভিটের মডেল।

এই পণ্যের সৌজন্যে আয়োজিত একটি প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে সাক্ষাৎ করবেন তারা।

‘গার্লস অন দ্য গো’ শীর্ষক এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে লগইন করতে হবে www.veetgirlsonthego.com এবং আপলোড করতে হবে চার মেয়ের একটি দলীয় ছবি। বিজয়ী দল পাবে ইন্দোনেশিয়ার বালিতে ভ্রমণের সুযোগ। এখানেই আসবেন ক্যাটরিনা ও শ্রদ্ধা।

সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘গার্লস অন দ্য গো-বাংলাদেশ’ ক্যাম্পেইনের কক্সবাজার ট্রিপ। হাজার হাজার অংশগ্রহণকারীর মধ্য থেকে নির্বাচিত ১১টি মেয়ের গ্রুপ সেখানে যাওয়ার সুযোগ পায়। এখানেই ঘোষণা করা হয় ‘গার্লস অন দ্য গো’ প্রতিযোগিতা।

কক্সবাজারে মেয়েদের সঙ্গে ছিলেন কানিজ আলমাস খান, তানিয়া আহমেদ, কনা, তাহসান, অর্ণব, মডেল অপ্সরা, সিলভিয়া, মিথিলা, বিউটি ব্লগার আকাফি অনাদি, ফ্যাশন ডিজাইনার শাবনূর আহমেদ, ফেসবুক গ্রুপ পপ অব কালালের অ্যাডমিন জান্নাত মিমসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।