ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

দীপিকার নতুন ভক্ত সাকিব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, এপ্রিল ১৯, ২০১৬
দীপিকার নতুন ভক্ত সাকিব দীপিকা পাড়ুকোন ও সাকিব অাল হাসান

আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) তিনি শাহরুখ খানের দলের অন্যতম ভরসা। দলের মালিককে তার ভালোই লাগে।

সম্প্রতি আরও একজনের প্রতি ‘ভালো লাগা’ টের পাচ্ছেন জনপ্রিয় ক্রিকেটার সাকিব অাল হাসান। তার সেই আকর্ষণের নাম দীপিকা পাড়ুকোন। জনপ্রিয় এই বলিউড অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ সাকিব।

কিছুদিন আগে হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে অলরাউন্ডার সাকিব বলেন, ‘শাহরুখ খানকে আমার সবসময় ভালো লাগে। আমির খানকেও খুব পছন্দ করি। তবে ইদানিং যাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তিনি কিন্তু এই দুই কেউ নন। তিনি দীপিকা পাডুকোন। তার অভিনীত পিকু আমার খুব প্রিয় ছবি। ’

তবে সাকিব যেমন কিং খানের ভক্ত, একইভাবে সাকিবেরও অন্যতম বড় ফ্যান শাহরুখ। দীপিকার ক্ষেত্রেও সমীকরনটা একইরকম কি-না, তা অবশ্য জানা যায়নি। তবে দীপিকার পাশাপাশি কাজল ও ক্যাটরিনারও বেশ প্রশংসা করেছেন সাকিব।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।