ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

রবীন্দ্রনাথের মৃণ্ময়ী সাবিলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, এপ্রিল ১৮, ২০১৬
রবীন্দ্রনাথের মৃণ্ময়ী সাবিলা সাবিলা নূর

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সমাপ্তি’ গল্পের মৃণ্ময়ী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সাবিলা নূর। এতে বিয়ের আগ পর্যন্ত ডানপিটে টমবয় মেয়ে হিসেবে দর্শকরা তাকে দেখবে।

কিন্তু বিয়ের পর মৃণ্ময়ী শাড়িতে গৃহবধূ হয়ে যায়।

নাটকটিতে সাবিলার সহশিল্পী সজল। রোববার (১৭ এপ্রিল) এর দৃশ্যধারণ হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলায়। সোমবার হচ্ছে রাজধানীর উত্তরার আপনঘরে। যৌথভাবে পরিচালনা করছেন শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস।

সাবিলা বাংলানিউজকে বললেন, “এবারই প্রথম কবিগুরুর চরিত্রে অভিনয় করছি। এটা আমার অনেকদিনের ইচ্ছে ছিলো। তাই আনন্দ হচ্ছে। ‘সমাপ্তি’ ছোটবেলায় পড়েছিলাম। এবার চিত্রনাট্যটা ভালোভাবে ধারণ করেছি। ”

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।