ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

বই দিলেন হাবিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, এপ্রিল ১৮, ২০১৬
বই দিলেন হাবিব হাবিব ওয়াহিদ

গানের মানুষ হাবিব ওয়াহিদ অবসরে বই পড়তে ভালোবাসেন। দেশ-বিদেশের বিভিন্ন লেখকদের বই আছে তার সংগ্রহে।

এই সংগ্রহশালার মাধ্যমেই অনাথ শিশুদের বই পড়ার সঙ্গী হয়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

ওয়ার্ল্ড বুক ডে (২৩ এপ্রিল) ‍উপলক্ষে অনাথ শিশুদেরকে বইদানের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে ফেসবুকে ‘ডোনেট বুক চ্যালেঞ্জ’ হ্যাশট্যাগ দিয়ে খোলা হয়েছে ইভেন্ট। মহতী এই কাজে সম্পৃক্ত হয়েছেন হাবিব।  

কুমিল্লার বেসরকারি সংগঠন নূরে ফারিদ নাসরিন একাডেমি ৪ থেকে ১০ বছর বয়সী ২০ জন অনাথ শিশুকে লালন-পালন ও তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

মূলত পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার বাইরে অনাথ শিশুদের শিক্ষাকে ত্বরান্বিত করার উদ্দেশে আগামী ২৩ এপ্রিল একটি লাইব্রেরি স্থাপনের আয়োজন করা হচ্ছে। তাদের আহ্বানে সাড়া দিয়ে নিজের বেশ কয়েকটি বই দিয়েছেন হাবিব। এ ব্যাপারে উৎসাহিত করতে তিনি নিজের ফেসবুক পাতায় অন্যদের প্রতিও আহ্বানে জানিয়েছেন।

এদিকে হাবিবের পাশাপাশি অভিনেত্রী সারা যাকের একই উদ্যোগে অংশগ্রহণ করেছেন। তিনিও বেশকিছু বই দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।