ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

দিলীপ কুমারের শারীরিক অবস্থা স্থিতিশীল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, এপ্রিল ১৭, ২০১৬
দিলীপ কুমারের শারীরিক অবস্থা স্থিতিশীল দিলীপ কুমার

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে (শনিবার) মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারকে।

শনিবার (১৭ এপ্রিল) বলিউডের এই অভিনেতার টুইটার অ্যাকাউন্টে তার শারীরিক অবস্থা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এতে লেখা রয়েছে, ‘শুক্রবার দিবাগত রাতে জ্বর ও বুকে ইনফেকশনের কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলো দিলীপ কুমারকে। এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ’

দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি।   ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী ছবিতে দেখা গেছে তাকে।

৯৩ বছর বয়সী এই অভিনেতাকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি ছবি। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।