ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

চার বছর পর দেশের বাইরে মুহিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, এপ্রিল ১৬, ২০১৬
চার বছর পর দেশের বাইরে মুহিন মুহিন

‘ক্লোজআপ ওয়ান’ তারকা মুহিন পরিচিতি পেয়েছেন সুন্দর গায়কীর জন্য। একই সঙ্গে অডিও, প্লেব্যাক ও মঞ্চে স্বতস্ফুর্ত তিনি।

ক্যারিয়ারের শুরুতে দেশের বাইরের মঞ্চে গাইলেও মাঝখানে চার বছর তাতে ছেদ পড়ে। এ নিয়ে ক্ষোভ ছিলো তার মনে।  

মুহিন এখন আছেন জাপানে। শুক্রবার (১৫ এপ্রিল) ঢাকা ছেড়েছেন তিনি। উদ্দেশ্য প্রবাসীদের গান শোনানো। রোববার (১৭ এপ্রিল) টোকিওতে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় এই গায়ক। মুহিনের সঙ্গে আরও আছেন নবীন গায়িকা লুইপা।

টোকিওতে গান গাওয়ার প্রস্তাবে খুশি মুহিন। কারণ এখানে তিনি নিজের যন্ত্রীদের নিয়ে যেতে পেরেছেন। চার বছর দেশের বাইরে গান না করার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তাকে বিভিন্ন সময়ে গান গাওয়ার প্রস্তাব দেওয়া হলেও যন্ত্রীদের বাদ রাখা হতো। মুহিন এটা মেনে নেননি। যেসব যন্ত্রীর সঙ্গে তিনি নিয়মিত গান করেন তাদের ছাড়া যাবেন না- এই ছিলো তার জেদ।  

অবশেষে সফল হয়েছেন মুহিন। দু’জন যন্ত্রীকে নিয়ে মুহিন এখন জাপানের টোকিওতে। ১৮ এপ্রিল তার ঢাকায় ফেরার কথা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।