ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

কুমার বিশ্বজিতের মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৬, এপ্রিল ১৪, ২০১৬
 কুমার বিশ্বজিতের মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’

জনপ্রিয় গায়িকা সামিনা চৌধুরী, ন্যানসি ও কলকাতার শুভমিতাকে নিয়ে সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের অ্যালবাম ‘সারাংশে তুমি’র গানগুলো নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ফিল্ম। বুধবার (১৩ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে মোবাইল অপারেটর বাংলালিংক কার্যালয়ে এর উদ্বোধন হয়।


পহেলা বৈশাখ উপলক্ষে মিউজিক্যাল ফিল্মটি নিয়ে এলো বাংলালিংক। অনুষ্ঠানে ছিলেন বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ, মার্কেটিং হেড অব কনটেন্ট জিয়াউল হক শিকদার, সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, ইবিএস-এর ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই এবং বাংলা ঢোলের পরিচালক এনামুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।


আটটি আলাদা ভিডিওতে সাজানো মিউজিক্যাল ফিল্মটিতে রয়েছে একটি রোমান্টিক গল্প। ভিডিওগুলো নির্মাণ করেছেন আশিকুর রহমান। এগুলোতে মডেল হয়েছেন অন্তু করিম ও রাহা তানহা খান।


এসব ভিডিও পাওয়া যাবে বাংলালিংক মিউজিক এক্সপ্রেস স্টোরে (http://xpress7050.com)। আগামী এক মাস শুধু বাংলালিংক গ্রাহকরা ভিডিওগুলো উপভোগ করতে পারবেন। এটি প্রকাশিত হয়েছে বাংলালিংক মিউজিক এক্সপ্রেস প্লাটফর্মের অধীনে।


বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।