ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রযোজনায় সানি লিওন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৬, এপ্রিল ১১, ২০১৬
প্রযোজনায় সানি লিওন

রিয়েলেটি শো ‘বিগ বস’, চলচ্চিত্রে অভিনয় ও আইটেম গানে সফল হয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এবার নিজের আগামী ছবির মাধ্যমে প্রযোজনার খাতায় নাম লেখাচ্ছেন তিনি।

নাম চূড়ান্ত না হওয়া ড্রামা-থ্রিলার ধাঁচের ছবিটিতে তিনি অভিনয়ও করবেন।

সানি লিওন বলেছেন, ‘এ বছরের জুন থেকে আগস্টে দৃশ্যধারণ শুরুর পরিকল্পনা রয়েছে। আশা করছি, ভালো কিছু হবে। ’ বার্তা সংস্থা পিটিআইকে যোগ করে তিনি বলেন, ‘এতে আমি অভিনয়ও করবো। এটাই ভালো ব্যাপার মনে হচ্ছে। বাদবাকি বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি। ’


কয়েক মাস আগে সুপারহিরো ছবি প্রযোজনার ইচ্ছা প্রকাশ করেন সানি লিওন। তিনি জানান, এই ভাবনা আছে তার। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সুপারহিরো ছবি নিয়ে সামনে কাজ করবো। এজন্য দেড় বছরের পরিকল্পনা প্রয়োজন। তাই আগে ড্রামা-থ্রিলার ঘরানার কাজটা করতে চাই। ’

এদিকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘রায়ীস’ ছবিতে তার সঙ্গে আইটেম গানে নেচেছেন সানি লিওন। ১৯৮০ সালে প্রকাশিত ‘লায়লা ও লায়লা’ গানের নতুন সংস্করণে নাচতে দেখা যাবে তাকে।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।