ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

বৈশাখে এক মঞ্চে জনপ্রিয় তিন ব্যান্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, এপ্রিল ৯, ২০১৬
বৈশাখে এক মঞ্চে জনপ্রিয় তিন ব্যান্ড

দুই প্রজন্মের তিন জনপ্রিয় ব্যান্ড এলআরবি, ফিডব্যাক ও দলছুট। এবার এক মঞ্চে সংগীত পরিবেশন করবে তারা।

আসছে পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) উপভোগ করা যাবে তাদের গান।  

ওইদিন দুপুর ১২টায় ধানমন্ডির আবাহনী মাঠে শুরু হবে কনসার্ট। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এখানেই গান শোনাবে এলআরবি, ফিডব্যাক ও দলছুট। পাশাপাশি থাকছে ‘বাউল এক্সপ্রেস’ নামে আরেকটি গানের দলের পরিবেশনা।

কনসার্টের আয়োজন করেছে বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙা। পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।