ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

টম হ্যাঙ্কস বলতেই অজ্ঞান ছিলেন শার্লিজ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, এপ্রিল ৯, ২০১৬
টম হ্যাঙ্কস বলতেই অজ্ঞান ছিলেন শার্লিজ!

‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ তারকা শার্লিজ থেরন শৈশবে হলিউড তারকা টম হ্যাঙ্কস বলতেই অজ্ঞান হয়ে যেতেন! বুঝুন কি প্রেমেই না পড়েছিলেন তিনি! টমের ছবি দেখলে নিজেকে তার রূপসী নায়িকা ভেবে বসতেন দক্ষিণ আফ্রিকান এই সুন্দরী।

টম হ্যাঙ্কসের নায়িকাদের মধ্যে মেগ রায়ানের জায়গায় শার্লিজ নিজেকে কল্পনা করতেন বেশি।

এ জুটির ‘স্লিপলেস ইন সিয়াটল’ (১৯৯৩) ও ‘ইউ হ্যাভ গট মেইল’ (১৯৯৮) ছবি দুটি হিট হয়েছে বেশি।

শার্লিজ বলেছেন, ‘টম হ্যাঙ্কসের ছবি দেখেই আমি বেড়ে উঠেছি। তিনি আমার কাছে ছিলেন অনেকটা প্রেমিকের মতো!’ ৪০ বছর বয়সী এই অভিনেত্রী যোগ করে বলেন, ‘আট বছর বয়সে টম হ্যাঙ্কসের ছবির নায়িকাদের একজন মনে করতাম নিজেকে, তাদের মতো হাঁটাচলা করতাম। তাই তার স্ত্রীর কাছ থেকে শার্লিজ থেরন হটাও আদেশ শুনেছি!’

এদিকে কিছুদিন ধরে শোনা যাচ্ছিলো ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের অষ্টম ছবিতে খলচরিত্রে অভিনয় করবেন শার্লিজ। সেটাই সত্যি হলো। তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘ফাস্ট এইট’-এ। এফ. গ্যারি গ্রে পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের ১৪ এপ্রিল। এতে আরও আছেন ভিন ডিজেল, ডোয়াইন জনসন, ইভা মেন্ডেস, মিশেল রড্রিগুয়েজ, লুকাস ব্ল্যাক, টাইরিস গিবসন, জেসন স্টেটহাম, কার্ট রাসেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।