ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

৭ কোটি ডলারে মারায়ার গলা ও পায়ের বীমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, এপ্রিল ৯, ২০১৬
৭ কোটি ডলারে মারায়ার গলা ও পায়ের বীমা

গানের মানুষদের গলাটাই আসল। তারা যদি গাইতেই না পারেন তাহলে সবকিছু যায় জলে! বিশেষ করে কনসার্টে সংগীতশিল্পীদের গান গেয়েই দর্শক-শ্রোতার মন ভরাতে হয়।

কিন্তু ভবিষ্যতের কথা কে বলতে পারে? হঠাৎ যদি গলাটা বসে যায় তো?

এই আশঙ্কা থেকেই কণ্ঠের বীমা করিয়েছেন মার্কিন গায়িকা মারায়া ক্যারি। তার চলমান সংগীত সফরে লাখ লাখ ডলারের বিনিয়োগ রয়েছে। কিন্তু গলায় যদি কোনো সমস্যা হয় তাহলে বিশাল অঙ্কের লোকসান হবে আয়োজকদের।

সেজন্য মারায়ার কণ্ঠের বীমা পলিসি করা হয়েছে সাড়ে ৩ কোটি ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ২৭৪ কোটি ৪৩ লাখ টাকারও বেশি। ৪৬ বছর বয়সী এই গায়িকার পায়ের নিরাপত্তায় সমপরিমাণ অর্থে আরেকটি বীমা করা হয়েছে। বীমা দুটির মাসিক কিস্তি অতি ব্যয়বহুল। অঙ্কটা হাজার হাজার ডলারের।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।