ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

সুস্মিতা সেনের অপ্রকাশিত প্রেম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, এপ্রিল ৮, ২০১৬
সুস্মিতা সেনের অপ্রকাশিত প্রেম সুস্মিতা সেন

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ব্যক্তিজীবনে কয়েকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। সেগুলোর সবই প্রকাশ্যে এসেছে।

কিন্তু পরিচালক-প্রযোজক বিক্রম ভাটও প্রেম করেছেন তার সঙ্গে। খবরটা বেশ চমকই বটে।

স্ত্রীর সঙ্গে সংসার করার সময় সুস্মিতার সঙ্গে উদ্দাম প্রেমের সম্পর্ক ছিলো বিক্রম ভাটের। স্পটবয়কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ গোমর ফাঁস করেন। যদিও তখন দু’জনেরই বয়স ছিলো ২০ বছর। বিক্রম ভাট বলেছেন, ‘তখন আমাদের মধ্যে প্রচুর ছেলেমানুষি ছিলো। ’

প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা বিয়ে করেননি। রেনে ও আলিসাহ নামে ৪০ বছর বয়সী এই তারকার দুটি দত্তক কন্যাসন্তান আছে। ২০০৪ সাল থেকে অভিনেতা রণদীপ হুদার সঙ্গে দুই বছর প্রেম করেছেন তিনি।

বিক্রম ভাটের নতুন ছবি ‘লাভ গেমস’-এ পত্রলেখা অভিনীত চরিত্র জনপ্রিয় এক তারকার আদলে সাজানো হয়েছে। তবে আইনি ঝামেলা এড়াতে নামটা অবশ্য গোপনই রেখেছেন তিনি। ট্রেলার মুক্তির পর থেকেই বিষয়বস্তুর কারণে বিতর্ক তৈরি হয়েছে ছবিটি নিয়ে।

তবে ৪৭ বছর বয়সী বিক্রম ভাট মনে করেন, এ ধরনের যৌনতাপূর্ণ প্রেমের ছবি দেখার মানসিকতা তৈরি হয়েছে ভারতীয় দর্শকদের মধ্যে। এ ছবিতে আরও অাছেন পত্রলেখা, গৌরব অরোরা ও তারা আলিশা।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।