ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

কোলে এলো পুত্রসন্তান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, এপ্রিল ৮, ২০১৬
কোলে এলো পুত্রসন্তান অ্যান হ্যাথাওয়ে

প্রথমবার মা হলেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। তার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান।

নবজাতকের নাম রাখা হয়েছে জোনাথান রোজব্যাঙ্কস শুলম্যান।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গত ২৪ মার্চ ছেলের মুখ দেখেছেন অ্যান। এতোদিন পর এসে তার মুখপাত্র বৃহস্পতিবার (৭ এপ্রিল) বার্তা সংস্থা এএফপিকে তথ্যটি নিশ্চিত করেন।

চলতি বছরের শুরুতে অ্যান ও তার স্বামী ৩৫ বছর বয়সী অ্যাডাম শুলম্যান নিশ্চিত করেন, তাদের ঘরে নতুন অতিথি আসছে। ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা অবস্থার একটি ছবিও পোস্ট করেন হ্যাথাওয়ে। যদিও গত বছরের নভেম্বরেই এ তথ্য ফাঁস হয়ে যায়। ২০১২ সালে তারা বিয়ে করেন।

২০১৩ সালে ‘ল্যঁ মিজারেবল’ ছবিতে ফ্যান্টিন চরিত্রে অভিনয়ের সুবাদে অস্কার ঘরে তোলেন অ্যান। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীর বিখ্যাত ছবির তালিকায় আরও আছে ‘দ্য প্রিন্সেস ডায়েরিস’ (২০০১) ও ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
বিএসকে/এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।