ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

শেষ হলো মাসব্যাপী ভাঙা-গড়া নাট্যোৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৭, এপ্রিল ৩, ২০১৬
শেষ হলো মাসব্যাপী ভাঙা-গড়া নাট্যোৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শেষ হলো বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান আয়োজিত মাসব্যাপী ‘ভাঙা-গড়া নাট্যোৎসব’। শনিবার (২ এপ্রিল) সমাপনী দিনে মঞ্চস্থ হয় নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনা ‘দেওয়ান গাজীর কিসসা’র ৪২৮তম প্রদর্শনী।

নির্দেশনায় আসাদুজ্জামান নূর।

ছয় মাস পর নাটকটি আবার মঞ্চে ফিরলো। এ প্রসঙ্গে ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকের মূল অভিনেতা আলী যাকের বললেন, ‘একজন সন্তান যখন অনেকদিন পর দেশের বাইরে থেকে তার পরিবারের কাছে ফেরে, তখন তার পরিবারে যে অনুভূতি হয়, আমাদেরও ঠিক তেমন অনুভূতি হচ্ছে। ’

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী বলেন, ‘এই মঞ্চে আমি প্রথম নাটক দেখি। মাসব্যাপী এই উৎসবের প্রতিদিনই দর্শক সমাগম হয়েছে। এটা মঞ্চনাটকের জন্য ইতিবাচক দিক। ’

২০১১ সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের আয়োজনে ভাঙা-গড়া নাট্যোৎসবের মধ্য দিয়ে রাজধানীর বেইলি রোডের নাটক সরণিতে মহিলা সমিতি মিলনায়তনটি আধুনিকায়নের উদ্দেশ্যে ভাঙা হয়।

গত ২৭ ফেব্রুয়ারি নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন শুরু হয় ভাঙা-গড়া নাট্যোৎসব। এ আয়োজনের স্লোগান ছিলো ‘মঞ্চে নাটক দেখুন, ঐতিহাসিক মহিলা সমিতি মঞ্চে আসুন’।

বাংলাদেশ সময় : ০০১৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।