ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘রাত দুপুরের গল্প’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, এপ্রিল ২, ২০১৬
‘রাত দুপুরের গল্প’

নব্বই দশকে কেইডেন্স ব্যান্ডের লিড গিটারশিল্পী ও গায়ক ছিলেন আলী আফজাল নিকোলাস। শ্রোতারা এখনও তাদের জনপ্রিয় গান ‘মিশু’ গুনগুন করেন মনের অজান্তে।

বিদেশে পড়াশোনার জন্য নিকোলাস পাড়ি জমালে ব্যান্ডের কার্যক্রম থেমে যায়।

আশার কথা হলো, শিগগিরই নতুন একটি গান নিয়ে আসছেন আলী আফজাল নিকোলাস। এর শিরোনাম ‘রাত দুপুরের গল্প’। এর কথা লিখেছেন ও সুর করেছেন তিনি নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন পঙ্কজ। নিকোলাস জানালেন, সামনে এর মিউজিক ভিডিও তৈরি হবে, এটি দেখা যাবে বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলে।

দীর্ঘ ২০ বছর আলী আফজাল নিকোলাস গানের সঙ্গে যুক্ত ছিলেন না। এ সময়টাতে তিনি ব্যস্ত থাকেন ফ্যাশন নিয়ে। একে একে প্রতিষ্ঠা করেন নাগরদোলা, দেশি দশ, বইবাজার এবং পাঠকদের বই পড়ায় আগ্রহী করার জন্য তৈরি করেন পিবিএস (পাঞ্জেরি বুক শপ)।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।