ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

কনক চাঁপার নবযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, এপ্রিল ১, ২০১৬
কনক চাঁপার নবযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপার একক চিত্রপ্রদর্শনী শুরু হলো। এর মধ্য দিয়ে শিল্পের নতুন পথে যাত্রা শুরু করলেন তিনি।

শুক্রবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ‘দ্বিধার দোলাচল ২০১৬’ শীর্ষক এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন হলো  রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায়।

ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এ সময় আরও ছিলেন সংগীতশিল্পী ফেরদৌসী রহমান, চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা, সুরকার মইনুল ইসলাম খান। উদ্বোধন শেষে গ্যালারি ঘুরে দেখেন প্রধান অতিথি আব্দুল্লাহ আবু সায়ীদ ও বিশেষ অতিথিরা।  

অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন অভিনেতা আফজাল হোসেন, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী প্রমুখ। প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত চিত্রশিল্পী ও নির্মাতা খালিদ মাহমুদ মিঠুকে।

কনক চাঁপা জানান, বাবার অনুপ্রেরণায় ছবি আঁকতে উৎসাহী হয়েছিলেন তিনি। আবার তার কারণেই এই অঙ্গনে ব্যস্ত হননি। বাবা চাইতেন না ছবি আঁকার কারণে তার সংগীতচর্চায় ব্যাঘাত ঘটুক।

এই সময়ে এসে কনক চাঁপার মনে হয়েছে, সংগীতশিল্পী হিসেবে তিনি বিপুল মানুষের ভালোবাসা পেয়েছেন। এটা অনেক বড় প্রাপ্তি। এবার ছবি অাঁকায় সময় দেওয়া যেতে পারে।

প্রদর্শনীতে থাকছে কনক চাঁপার অাঁকা শতাধিক ছবি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চার নম্বর গ্যালারিতে এখানে যে কেউ ঘুরে যেতে পারবেন। প্রদর্শনী চলবে ৪ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ সময় : ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।