ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

ডায়মন্ডের ছবির কাজে রাজশাহীতে সমদর্শী-আইরিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, এপ্রিল ১, ২০১৬
ডায়মন্ডের ছবির কাজে রাজশাহীতে সমদর্শী-আইরিন

কলকাতার ‘ইচ্ছে’, ‘তবে তাই হোক’, ‘শেষ অঙ্ক’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘খোলা হাওয়া’ প্রভৃতি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন সমদর্শী দত্ত। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ‘বাষ্পস্নান’-এর শুটিংয়ে অংশ নিতে তিনি এখন রাজশাহীতে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে ঢাকায় পা রাখেন কলকাতার এই তরুণ অভিনেতা।

‘গঙ্গাযাত্রা’ ও ‘অন্তর্ধান’ ছবিগুলোর জন্য প্রশংসিত হয়েছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। তারই নতুন ছবি ‘বাষ্পস্নান’। নির্মাতা আগেই জানিয়েছিলেন, গল্পের খাতিরে সমদর্শীকেই তার দরকার। সেই চিন্তাতেই আইরিনের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার এই তরুণ।

শুক্রবার (১ এপ্রিল) থেকে রাজশাহীতে শুটিয়ে অংশ নিয়েছেন তারা। এদিকে রংপুর আর কুষ্টিয়ায়ও চলবে চিত্রায়ণ।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।