ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

সেঞ্চুরির দিনে সানি লিওন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, এপ্রিল ১, ২০১৬
সেঞ্চুরির দিনে সানি লিওন!

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘রায়ীস’ ছবির সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত অভিনেত্রী সানি লিওন। তার জন্য আরও বড় আনন্দের ব্যাপার হলো, ছবিটির দৃশ্যধারণের শততম দিনে যোগ দিয়েছেন তিনি।

এতে একটি আইটেম গানে নাচবেন ৩৪ বছর বয়সী এই তারকা।

টুইটারে সানি লিওন গত ২৯ মার্চ লিখেছেন, ‘শাহরুখ খান, রাহুল ধোলাকিয়া (পরিচালক) ও রিতেশ সিধওয়ানির (প্রযোজক) সঙ্গে ‘রায়ীস’-এর ১০০তম দিনে যোগ দিতে পেরে আমি খুব খুশি। জীবনটা সত্যিই সুন্দর। ’

এবারই প্রথম ‘চেন্নাই এক্সপ্রেস’ তারকা শাহরুখের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন সানি লিওন। তাকে সর্বশেষ মিলাপ জাভেরির ‘মাস্তিজাদে’ ছবিতে দেখা গেছে। ‘রয়ীস’-এ আরও অাছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। রোজার ঈদ উপলক্ষে এটি মুক্তি পাবে আগামী ৩ জুলাই।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।