ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

হাতি অন্তঃপ্রাণ ডিক্যাপ্রিও!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, মার্চ ৩১, ২০১৬
হাতি অন্তঃপ্রাণ ডিক্যাপ্রিও!

পরিবেশ বিষয়ক সচেতনতা একটু বেশিই তার। এ কারণে ছুটির দিনেও ইন্দোনেশিয়ার একটি জঙ্গলে ঢুঁ মেরে এসেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

সেখানে তোলা একটি স্থিরচিত্র ইনস্টাগ্রমে শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তার দু’পাশে দু’জন পরিবেশবিদ এবং পেছনে একটি হাতি দাঁড়িয়ে আছে। ক্যাপশনে লিখেছেন, ‘লেজার ইকোসিস্টেমের নিম্নভূমি সুমত্রান হাতির জন্য বিশ্বের সেরা আবাসস্থল। ’

এ বিষয়ে তিনি জানান, ‘লেজার রেইনফরেস্টে বসবাসকারী হাতি ও অন্যান্য প্রাণী হুমকির সম্মুখীন হয়, যখন বাণিজ্যিক পরিকল্পনার জন্য বন ধ্বংসের ঘোষণা দেওয়া হয়। প্রাচীন হাতিগুলো এখনও ব্যবহৃত হয়ে থাকে বন্য গরুর মতো। কিন্তু ক্রমান্বত পাম অয়েল চাষের আধিক্য এবং এর গন্ধ, অধিক মাত্রায় গাছপালা নিধন ইত্যাদি কারণে হাতির চলাচলের জায়গা কমে যাচ্ছে। ফলে, হাতিগুলো খাদ্য ও পানির অভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ’

এসব সমস্যা সমাধানে ডিক্যাপ্রিও স্থানীয় সহযোগীদেরকে নিয়ে একটি সংস্থা গড়ে তুলেছেন। যার নামকরণ করা হয়েছে ‘লেজার ইকোসিস্টেম-মেগা প্রাণীকূল সংস্থা’। প্রাণীকূলের জন্য সবচেয়ে নিরাপদ আবাসস্থল হবে এই ‘লেজার ইকোসিস্টেম’। যেখানে হাতিসহ ওরাংওটাং, বাঘ ও গন্ডার সহবস্থান করে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
বিএসকে/জেএম/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।