ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

কঙ্গনার জন্মদিনের সেরা উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, মার্চ ২৯, ২০১৬
কঙ্গনার জন্মদিনের সেরা উপহার

‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবিতে দ্বৈত চরিত্রে দারুণ অভিনয়ের জন্য ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন কঙ্গনা রনৌত। এটাই জন্মদিনের সেরা উপহার বলে উল্লেখ করেছেন তিনি।

এবার ‘পিকু’র জন্য সেরা অভিনেতা হয়েছেন অমিতাভ বচ্চন। এজন্য আরও উচ্ছ্বসিত কঙ্গনা। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী এক বিবৃতিতে বলেছেন, ‘জন্মদিনে পাওয়া আমার সেরা উপহার এটি। আমি উচ্ছ্বসিত আর ভাগ্যবতী, কারণ মিস্টার বচ্চন সেরা অভিনেতা হয়েছেন আমার পাশাপাশি। ’

এটি কঙ্গনার তৃতীয় জাতীয় পুরস্কার। এর আগে ‘কুইন’-এর জন্য সেরা অভিনেত্রী আর ‘ফ্যাশন’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হন তিনি। গত ২৩ মার্চ ছিলো তার ২৯তম জন্মদিন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।