ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

মা হলেন মৌসুমী হামিদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, মার্চ ২৮, ২০১৬
মা হলেন মৌসুমী হামিদ!

মৌসুমী হামিদ ঘরের বিছানায় প্রসব বেদনায় কাতরাচ্ছেন, তার কপালে ঘামের রেখা, চুল এলোমেলো। দুশ্চিন্তার কিছু নেই।

বাস্তবে নয়, ধারাবাহিক নাটক ‘উজান গাঙের নাইয়া’র ১৫তম পর্বে দেখা যাবে এ দৃশ্য।

মঙ্গলবার (২৯ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে পর্বটি। বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত ‘উজান গানের নাইয়া’র তৃতীয় সিরিজটি লিখেছেন আনিসুল হক (প্রধান লেখক), মনিরুল ইসলাম রুবেল, রফিকুল ইসলাম পলটু, গোলাম রাব্বানী ও কাজী শুসমিন আফসানা।

বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রিয়াজ, তারিন লুৎফুর রাহমান জর্জ, রওনক হাসান, শামীমা ইসলাম তুষ্টি, রিকিতা নন্দিনী শিমু, নাজমুল হুদা বাচ্চু, ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, অশোক বেপারী, তৌসিফ মাহবুব, নাদিয়া নদী, সৈকত প্রামানিক, জয়নালসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।