ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

বিশ্বাসঘাতক সাঈদ বাবু!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, মার্চ ২৮, ২০১৬
বিশ্বাসঘাতক সাঈদ বাবু! সাঈদ বাবু

একটি মোবাইলফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন সাঈদ বাবু। এরপর থেকে টিভি নাটকের নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি।

শুধু নায়ক নন, অভিনয় করেছেন বহুমাত্রিক সব চরিত্রে। এবার বিশ্বাসঘাতকের ভূমিকায় পর্দায় আসছেন জনপ্রিয় এই অভিনেতা।

গল্পে একটি ছেলেকে দত্তক নেন সাবেরী আলম। গর্ভের সন্তান নাঈমের সঙ্গে আদর ভালোবাসায় বড় করেন তাকে। তারাও দুই ভাইয়ের মতো বেড়ে ওঠতে থাকে। সময় গড়ানোর সঙ্গে গোপনে এই সংসারে থেকে গাড়ি, বাড়ি, অর্থ-সম্পদ করেন সাঈদ বাবু। এদিকে নানান অজুহাতে নাঈমের কাছ থেকেও দেড়কোটি টাকা ধার নিয়ে ফেরত দিতে গড়িমসি করেন তিনি।

বাংলানিউজকে সাঈদ বাবু বলেন, ‘এর আগেও নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি। তবে এটি একটু আলাদা। কারণ এখানকার চরিত্রটি নিচুস্বরে কথা বলে, কোনো কিছুতে উচ্চবাচ্য করে না। সবসময় সুবোধ থাকার চেষ্টা করে। আদতে সে মোটেও ভালো প্রকৃতির মানুষ নয়। ’

এদিকে সাঈদ বাবু অভিনীত পাঁচটি ধারাবাহিক এখন প্রচার হচ্ছে টিভি চ্যানেলগুলোতে। এগুলো হলো ‘জীবনের অলিগলি’ ও ‘দাগ (এটিএন বাংলা), ‘সব পাখি ঘরে ফেরে’ (বৈশাখী), ‘নোয়াশাল’ (আরটিভি) এবং ‘থার্ড আই’ (একুশে টিভি)।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।