ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

ডিজে রাহাতের সঙ্গে লাবণী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৩, মার্চ ২৮, ২০১৬
ডিজে রাহাতের সঙ্গে লাবণী

ডিজে রাহাতের সংগীতায়োজনে একটি গানে কণ্ঠ দিলেন নবীন কণ্ঠশিল্পী নাহার লাবণী। ‘জানিয়ে দিলাম তোমায়’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম।



গানটি প্রসঙ্গে ডিজে রাহাত জানান, রিদমের সঙ্গে মেলোডির সমন্বয় করে গানটি সাজানো হয়েছে। কিছুদিনের মধ্যেই এর মিউজিক ভিডিওর কাজ শুরু হবে। কাজ শেষ হলে এটি প্রকাশ হবে সিঙ্গেল আকারে।

গানটি নিয়ে নাহার লাবণীর অনেক প্রত্যাশা। চলতি বছর এমন আরও দু’তিনটি সিঙ্গেল প্রকাশ করবেন বলে জানান তিনি। এভাবে কয়েকটি গান জমলে সাজানো হবে অ্যালবাম।  

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।