ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রেসিডেন্ট পদে লড়বেন দ্য রক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০০, মার্চ ২৮, ২০১৬
প্রেসিডেন্ট পদে লড়বেন দ্য রক ডোয়াইন জনসন

রেসলিংয়ের ময়দান পেরিয়ে ডোয়াইন জনসন এখন হলিউডের সফল অভিনেতা। দ্য রক নামে পরিচিত এই তারকার উপস্থিতি কাড়ি কাড়ি মুনাফা এনে দেয় প্রযোজককে।

আগামীতে রূপালি পর্দার গন্ডি ছাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

দ্য রক প্রেসিডেন্ট হতে পারেন উল্লেখ করে প্রকাশিত একটি প্রতিবেদন দেখিয়েছেন ভক্তরা। এর পরিপ্রেক্ষিতে রাজনীতি নিয়ে নিজের স্বপ্নের আভাস দিয়েছেন তিনি। ৪৩ বছর বয়সী এই অভিনেতা প্রতিবেদনটি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘আমি কেনো প্রেসিডেন্ট হতে পারি তার কিছু দিক উল্লেখ রয়েছে এখানে। সম্ভবত একদিন হোয়াইট হাউস আমাকে বরণ করে নিতে সব প্রস্তুতি সম্পন্ন করবে। ’

ডোয়াইন জনসন দীর্ঘদিনের নিবন্ধিত রিপাবলিকান হিসেবে ২০০০ সালে রিপাবলিকান কনভেনশনে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন। তিনি ডেমোক্রেটিক কনভেনশনেও অংশ নিয়েছেন। আইন প্রয়োগকারী ও সামরিক বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল তিনি। পারিবারিক মানুষ হিসেবেও তার সুনাম আছে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।