ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

সালমান খানের মুখে সিনেমা হল সংকট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, মার্চ ২৬, ২০১৬
সালমান খানের মুখে সিনেমা হল সংকট সালমান খান

ভারতে সিনেমা হলের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ মন্তব্য করেছেন বলিউড সুপারস্টার সালমান খান।

বিভিন্ন শহরের উপকণ্ঠে আরও প্রেক্ষাগৃহ নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।

সিনেমা হলের ঘাটতি প্রসঙ্গে জানতে চাওয়া হলে সল্লু বলেন, ‘এ দেশে আরও দশ হাজারেরও বেশি সিনেমা হল তৈরি করা যেতে পারে। কারণ ভারতে প্রেক্ষাগৃহের সংখ্যা খুবই কম। আমি মনে করি, নতুন নতুন সিনেমা হল নির্মাণ করতে হলে শহরের উপকণ্ঠকেই বেছে নিতে হবে। ’

মূল শহরের বাইরে সিনেমা হলের প্রয়োজনীয়তা প্রসঙ্গে সালমান আরও বলেন, ‘এখনও ছোট ছোট অনেক শহরে কোনো প্রেক্ষাগৃহ নেই। ’

সালমান এখন ‘সুলতান’ ছবির কাজে ব্যস্ত। আলি আব্বাস জাফরের পরিচালনায় এতে তাকে দেখা যাবে কুস্তিগীরের ভূমিকায়। এজন্য ওজন বাড়িয়েছেন তিনি। তার বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। যশরাজ ফিল্মস ছবিটি মুক্তি দেবে এ বছরের ৮ জুলাই।  

বাংলাদেশ সময় : ১৩২৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।