ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

মোনালির কনসার্ট স্থগিত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৪, মার্চ ২৬, ২০১৬
মোনালির কনসার্ট স্থগিত মোনালি ঠাকুর

কয়েকদিন আগে ভারতীয় সংগীতশিল্পী জুটি বিশাল-শেখরের কনসার্ট স্থগিত হয়েছে ঢাকায়। এবার গায়িকা মোনালি ঠাকুরের অনুষ্ঠান স্থগিত হলো।

সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ‘শেয়ার দ্য মিউজিক’ নামের কনসার্টে তার গাওয়ার কথা ছিলো।

আগামী ৩০ মার্চ মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে কনসার্টটি আয়োজন করছিলো ইন্টিগ্রেটি ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু জটিলতা তৈরি হওয়ায় আপাতত এটি হচ্ছে না। শিগগিরই তারা পরবর্তী তারিখ ঘোষণা করেবেন বলেও জানান।

মোনালির পাশাপাশি কনসার্টে বাংলাদেশের চারটি ব্যান্ডের পরিবেশনার কথা ছিল। এগুলো হলো আর্টসেল, শুন্য, ইউটার্ন ও উপশহর।

বাংলাদেশ সময় : ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।