ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

জনসভার পোস্টারে শাকিব খান!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
জনসভার পোস্টারে শাকিব খান!

একটি পোস্টার অন্তর্জালে আলোচনা তৈরি করেছে। এটি দৃষ্টি আকর্ষণ করছে সবার।

বিশেষ করে শাকিব খানের ভক্তরা প্রিয় তারকাকে নতুন পরিচয়ে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন, করছেন ভূয়সী প্রশংসা।

পোস্টারটি জনসভার। এতে বক্তব্য দেবেন কিংখান শাকিব খান। পোস্টারে তার নাম লেখা রয়েছে অয়ন হাবিবুল্লাহ। তিনি জনতা পার্টির প্রধান। কবে কোথায় অনুষ্ঠিত হবে এই জনসভা?

শাকিব খানের নতুন ছবি ‘রাজনীতি’। ছবির গল্পে উঠে আসবে এই পোস্টারের গল্প। বুলবুল বিশ্বাস পরিচালিত ছবিটির ৮০ ভাগ দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে শাকিব খানের নায়িকা অপু বিশ্বাস। এ দু’জনের সঙ্গে আছেন আনিসুর রহমান মিলন। ‘রাজনীতি’ মুক্তি পাবে এ বছরেই। নানা কারণে আলোচনা তৈরি করেছে এটি।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসও

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।